মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী বিএনপি ও তার মিত্ররা বিদেশি পরাশক্তির জুজুর ভয় দেখিয়ে নির্বাচন বানচাল, গণতন্ত্র নির্বাসন এবং বাংলাদেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করেছিল তারা ব্যর্থই শুধু হয়নি, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তাই তারা এখন পাগলের প্রলাপ বকছে। এই উন্মাদ পাগলদের এখন পাগলগারদই হবে ঠিকানা। তিনি গতকাল সোমবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যারা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল তারাও বুঝতে পেরেছে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুস্থধারার রাজনৈতিক সংস্কৃতির কোনো বিকল্প নেই। শুদ্ধতম রাজনৈতিক সংস্কৃতি চর্চাকে প্রাধান্য দিয়ে দলের ভিত্তিকে সুসংহত করতে হবে এবং জনগণের মন জয় করে তাদের সুখে–দুঃখে পাশে থাকতে হবে। মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, সাবেক এমপি নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবদুল লতিফ টিপু, মহব্বত আলী খান, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, সাহাব উদ্দিন আহমেদ, সুলতান আহমেদ চৌধুরী, রেজাউল করিম কায়সার, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, জিয়াউল হক সুমন, নগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মো. ইকবাল হাসান, শাহজাদা আবদুল মালেক, গোলাম মো. জোবায়ের, দিদারুল আলম মাসুম, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, আবু নঈম, জাহাঙ্গীর মোস্তফা, সৈয়দ রফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।