স্ট্রোক করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। এরপর চট্টগ্রাম থেকে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোববার পাঠানো হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখান থেকেই নিজের শারীরিক অবস্থার খবর জানান নাফিস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তিনি। বৃহস্পতিবার রাতে সামাজিকমাধ্যমে নাফিস লিখেছেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’ গত শুক্রবার প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো এক ধরনের সমস্যা হয়েছে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। সেদিন বিকালে তাকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে সেখানকার ডাক্তাররা নানা পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন সাবেক এই ওপেনারের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ তার মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)। তবে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এর সমাধান সম্ভব বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।