সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে মৌলবাদ–জঙ্গিবাদ দূর হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটলে মৌলবাদ দূর হবে।
তিনি গত শনিবার নগরীর ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড ১নং সাইটস্থ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শাপলা সাংস্কৃতিক সংঘের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের সাবেক সভাপতি অনুপ কুমার দাশের সভাপতিত্বে এবং যুগ্ম–সাধারণ সম্পাদক লিংকন দে সান্টুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, বিশেষ অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আলী, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ–২ এর সহ–সভাপতি মোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরবিন্দু দে, মানবেন্দ্র দে, উত্তম দত্ত ঝুনু, অশোক কুমার চৌধুরী, প্রিয়লাল দে, দোলন কান্তি শর্মা, রাজীব দত্ত, স্বরূপ দত্ত রাজু, উজ্জ্বল দেবনাথ, নিউটন দে, সুমন শর্মা প্রমুখ। কেক কেটে এবং আতশ বাজি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগঠনের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সভা শেষে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি চসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের কর্মকর্তবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।