চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এমন একটি সরকার দেশ পরিচালনা করছে জনগণের প্রতি যাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। মানুষ পানিতে ডুবে মরুক আর অনাহারে মরুক তাতে তাদের কিছু যায় আসে না। দেশে বর্তমানে যে অর্থনৈতিক অচলাবস্থা চলছে তাতে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা দুঃসহ হয়ে পড়েছে। তার উপর কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় মানুষগুলোর দুঃখকষ্ট অবর্ণনীয়। জবাবদিহি না থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএসহ সেবা সংস্থাগুলো নাগরিক সমস্যা সমাধানে অবহেলা করছে। দেশে জনগণের স্বাধীনতা বলতে কিছু নেই। ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে জনগণের সকল অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। এখন সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম হীরামন, সহ–সভাপতি ইকবালুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আকতার হোসেন, মো. বাদশাহ, মো. ইব্রাহিম প্রমুখ।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম শহরের প্রতিটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে খাদ্য সহয়তা দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে দুর্যোগের মধ্যে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়। দেশের প্রতিটি বিত্তশালী মানুষকে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।