সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কক্সবাজার পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার অঞ্চল পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

গতকাল বৃহস্পতিবার তিনি কক্সবাজার সফরে যান। সফরকালে সেনাবাহিনী প্রধান কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আইএসপিআর সূত্র জানায়, মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও দায়িত্ব পালনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সাধারণ জনগণের আস্থা অটুট থাকে।

কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; এয়ার অফিসার কমান্ডিং, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার, সেনাবাহিনীর সামরিক সচিবসহ সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলার বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচিত্রশিল্পীদের প্রতিভার উন্মোচন
পরবর্তী নিবন্ধব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি