চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, রোগীদের সচেতনমূলক মানববন্ধন উদ্বোধনের পর সমিতির সহ-সভাপতি আবিদা মোস্তফার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই।’ এই শ্লোগানের আলোকে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্যে সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ডায়াবেটিস রোগ সকল রোগের মূল কারণ। একমাত্র সুশৃংখল জীবন যাপন এবং খাদ্য ব্যবস্থা এ রোগকে নিয়ন্ত্রণ করতে পারে। বর্তমানে বিশ্বে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। বিশ্বে ৪০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তিনি বলেন, ডায়াবেটিস যেহেতু সারা জীবনের রোগ সেহেতু সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থভাবে চলার জন্য নিয়মিত পরীক্ষা করতে হবে। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, মো. শাহাবুদ্দিন, এস,এম জাফর, মো. রাকিবুল ইসলাম, মো. হাসান মুরাদ, মোহাম্মদ শহীদুল আলম, ডা. নওশাদ আজগার চৌধুরী,হাসিনা আকতার লিপি প্রমুখ।
সভার সভাপতি আবিদা মোস্তফা বিশ্ব ডায়াবেটিস দিবসের বাণী সমাজের বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহবান জানান এবং বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি সমূহ সাফল্যমন্ডিত করণে ইলেকট্রনিক মিডিয়া এবং ষ্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির মনোগ্রাম খচিত ক্রেষ্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।