কর্ণফুলীর ডাঙারচর ৩নং ওয়ার্ডের জুলধা ইউনিয়নের সুলতানুল আরেফিন ক্যাডেট মাদরাসার সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ গত বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আরেফিন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা, সার্বিক তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানুল আরেফিন ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আবুল কাশেম (মাজিআ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি তানভীরুল ইসলাম আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরিকার অন্যতম খলিফা শাহজাদা ছৈয়দ সরোয়ার আলম, খলিফা মুফতি আবদুল হান্নানসহ শিক্ষক মন্ডলী, ছাত্র–ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এতে প্রধান অতিথি আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, একজন সুশিক্ষিত মানুষের সার্টিফিকেট অর্জনের সঙ্গে সঙ্গে মানবিক, নৈতিক, আবেগিক গুণ অর্জন করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং উদ্বুদ্ধ করা ইত্যাদি আরো এ রকম মানবিক গুণাবলি অর্জন করা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।