সুলতানা কামাল ও কর্নেল জামিল উদ্দিন দলের জয়লাভ

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে গতকালও দুটি খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সুলতানা কামাল- ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৯ রানে আরজু মনি- জুনিয়র ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে জুনিয়র ক্রিকেট একাডেমি ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সমর্থ হয়। বিজয়ী দলের সানি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সে ২৫ রান এবং ১টি উইকেট লাভ করে। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। দিনের অপর খেলায় কর্ণেল জামিল উদ্দিন-কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৪০ রানে শেখ আবু নাসের-এস.এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে কোয়ালিটি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান করে। জবাবে এস এস ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করতে সমর্থ হয়। খেলায় বিজয়ী দলের ফাহিম ৪০ বলে ব্যক্তিগত ৬৭ রান এবং ৩টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর চন্দন ধর। আজ ১ম খেলায় শেখ জামাল-শোভনীয়া ক্রিকেট একাডেমি বনাম সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং ২য় খেলায় শেখ কামাল-ইস্পাহানী ক্রিকেট একাডেমি বনাম শেখ আবু নাসের-এস.এস ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের দুটি খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইইউর