চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আজিমুল হক আজিম। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের সময় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন।
তিনি জানান, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আরেক প্রার্থী ফেরদৌস আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় ফেরদৌস আহমদের দাখিলকৃত কাগজপত্রে জালিয়াতি ধরা পড়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এরপর তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীতা ফিরে পেতে আপিল করলেও ফিরে পাননি প্রার্থীতা। এতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এদিকে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের নির্দিষ্ট দিনে উপজেলার বাকি সাত ইউনিয়ন তথা বমু বিলছড়ি, হারবাং, বরইতলী, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী ও চিরিঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১০২ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫৫ জনসহ সর্বমোট ৫০৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ফাঁসিয়াখালী ইউপিতে নৌকার প্রার্থী হেলালীর জামিন : ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী। কিন্তু তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গত রোববার চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গত সোমবার কঙবাজার জেলা ও দায়রা জজ আদালতে তার পক্ষে পুনরায় জামিনের আবেদন জানানো হলে গতকাল দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে আগাম জামিন দেন।