সুর বিহীন জলসা ঘরে
থাকি বলো কেমন করে
তোমার কথা পড়লে মনে
দু চোখ ভরে অশ্রু ঝরে ।
অনেক কথা ভিড় করেছে
সুর বিরহে বহুদিন
আঁধার ঘরে ধুপকাঠিটা
জ্বলেই গেলো আলোবিহীন
কাটেনা তো আর উদাসী দুপুর
বেদনা বিধূর বালুচড়ে
তোমার কথা পড়লে মনে
দুচোখ ভরে অশ্রু ঝরে।
না হয় আমার ভুল ছিলো কিছু
শিউলী ঝরা সেই রাতে
তুমিওতো সে ভুল আমার
জড়িয়ে ছিলে দুই হাতে
তারপর থেকে বিরূপ মনে
সুর বিরহে আছি পড়ে
তোমার কথা পড়লে মনে
দুচোখ ভরে অশ্রু ঝরে!