সাংস্কৃতিক সংগঠন সুরধারার আয়োজনে পঞ্চকবির গান শিরোনামের সঙ্গীতানুষ্ঠান নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সুরধারার শিল্পীদের সমবেত কন্ঠে ধন ধান্যে পুষ্পে ভরা গানটির মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর অর্পিতা দাশ এবং রেহানা বেগম রানুর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন রতন বিশ্বাস, বহ্নিশিখা রক্ষিত, অর্পিতা দাশ, লিখি দাশ, সীমা পাল, আলপনা বড়ুয়া, বিশাখা নন্দী, প্রান্তি চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, নন্দিতা বড়ুয়া, ত্রিপর্ণা চৌধুরী, অরুন্ধুতী চৌধুরী, তনুশ্রী বিশ্বাস, আদি কুমার দাশ, নাজিবাত তাসনিয়াহ আলিফ। যন্ত্র সংগীতে কির্বোডে ছিলেন নিখিলেশ বড়ুয়া, তবলায় সানি দে, অক্টোপ্যাডে রুবায়েত। প্রেস বিজ্ঞপ্তি।