সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন

এফবিসিসিআই এর উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

করোনা মোকাবেলার অংশ হিসেবে মাস্ক এবং বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (এফবিসিসিআই) উদ্যোগে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (সিসিসিআই) সহযোগিতায় নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী কর্মচারীদের জন্য এক কোটি মাস্ক, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংযুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক ও মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নুরুল হায়দার শামীম ও বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ। অন্যদিকে এসোসিয়েশনের পক্ষ থেকে চেম্বার সভাপতির কাছ থেকে উইম্যান চেম্বারের সহভাপতি রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির মহানগর সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এসোসিয়েশন নেতারা মাস্ক গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, করোনাকালে এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

পূর্ববর্তী নিবন্ধ‘সিআরবিতে হাসপাতাল হলে পুরো এলাকার পরিবেশ হুমকির মুখে পড়বে’
পরবর্তী নিবন্ধ১ হাজার মানুষকে খাবার দিল মহানগর তাঁতী লীগ