উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ছিলেন একজন দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতজ্ঞ। চট্টগ্রাম সহ সারা দেশের শাস্ত্রীয় তথা শুদ্ধ সংগীতে তাঁর নাম যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত সুর–সপ্তক সংগীত বিদ্যাপীঠের আয়োজনে গত শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে এক উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন ২০নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ফটিকছড়ি) চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলম জুয়েল, অধ্যক্ষ শিল্পী অরুণ বড়ুয়া, অধ্যক্ষ উস্তাদ মাসুদ হোসেন। সভাপতিত্ব করেন ডা. দুলাল কান্তি চৌধুরী। সভায় বক্তারা বলেন, উস্তাদ নীরদ বরণ বড়ুয়া একাধারে সংগীত শিল্পী, সংগীত গুরু, রচয়িতা, সুরকার ও নাট্যকার ছিলেন। তাঁর গড়া অসংখ্য ছাত্র–ছাত্রী সংগীতের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত। চট্টগ্রাম তথা দেশের বেশির ভাগ সংগীত গুরু এবং সংগীত শিল্পী উনারই শিষ্য। তিনি উচ্চাঙ্গ সংগীত গ্রন্থ ‘আরোহ–অবরোহ’ রচয়িতা হিসেবে খ্যাত হয়েছেন। এটি বাংলাদেশের জনপ্রিয় একটি উচ্চাঙ্গ সংগীত গ্রন্থ। সংগীতের মানোন্নয়নের জন্য তিনি নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যের মাধ্যমে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মানের দাবি জানান। দ্বিতীয় পর্বে ছিল উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনিন্দিতা চৌধুরী। শেষে সুর–সপ্তক সংগীত বিদ্যাপীঠের উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।