জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সরব ভূমিকার মধ্যে তাদেরকে বাংলাদেশের অতিথিপরায়ণতার সুযোগের অপব্যবহার না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা যেভাবে অতিথিপরায়ণ হয়ে সকল দেশের রাষ্ট্রদূতদের জন্য আমাদের দরজা সবসময় খোলা রাখি… সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে, সকল বিভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটার যেন তারা দয়া করে মিসইউজ না করেন। যদি করেন, তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। খবর বিডিনিউজের।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ, ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অঙ্গীভূত করার বিষয়ে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি এবং ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যানের সাথে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে বাংলাদেশে কূটনীতিবিদদের বিষয়ে তার ওই প্রতিক্রিয়া আসে।
তিনি বলেন, এই সংবাদ সম্মেলনের সুযোগে আমি তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ নিতে চাই যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে তারা কতটুকু বলবেন, এটা তাদের দেশে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যতটুকু করতে পারেন, তার বাইরে যেন না যায়। আমাদের রাষ্ট্রদূতরা অনেক কিছু করতে পারেন না এসব রাষ্ট্রে। তাদেরও কথা বলার সীমাবদ্ধতা আছে, তাদের একসেসের সীমাবদ্ধতা আছে। কারও সাথে তাড়াতাড়ি, অল্প সময়ের নোটিসে কীভাবে দেখা করতে পারবেন, এ বিষয়গুলি নিয়েও কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা আছে।












