বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা সুভাষ চৌধুরী (৭০) গতবাল শনিবার পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন শোক প্রকাশ করেন। সমবেদনা প্রকাশ করছে। প্রেস বিজ্ঞপ্তি।