সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে হবে

বিইসিপির বসন্ত উৎসবে কামরুন মালেক

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

দিনব্যাপী জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনলাইন ভিত্তিক সংগঠন বেস্ট কমার্স প্ল্যাটফর্মের এডমিন প্যানেল তানিয়া লিপু রোকসানার সভাপতিত্বে অ্যাডভোকেট মো. জাফর হায়দারের সঞ্চলনায় নগরীর একটি রেস্টুরেন্টে গত ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব ও পণ্যপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদ্য বিদায়ী জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। উদ্বোধক ছিলেন স্যোশ্যাল ইমপ্রুপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. মো. শফিউল্লাহ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ছকিনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শাহরিয়ার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাহেদ হোসেন, এসএস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হান্নান, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফরিদা করিম। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণকালে প্রধান অতিথি বলেন, অবহেলিত নারীদের জন্য তিনি ২০১৩ সালে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট থাকাকালে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছিলেন। সমাজের কম ভাগ্যবানদের একটু সুখের জন্য, তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য ভাগ্যবানদের কাজ করতে হবে। এটা বিধাতা প্রদত্ত দায়িত্ব, একজন প্রকৃত মানুষের এই দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বর্তমান প্রজন্মকে পশ্চিমা সংস্কৃতি পরিহার করে দেশীয় সংস্কৃতি লালনের জন্য এই আয়োজন। করোনাত্তোর নবজীবনের গতিসঞ্চার করতে মানব-মানবীকে ভালবাসার শক্তিতে জাগ্রত হতে প্রেরণা যোগাবে এই জাতীয় আয়োজন। পণ্যপ্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ইট-হ্যাপি, সানজিদাস এক্সোলসিভ এট্রি, জালাল ফুড প্রোডাক্টস্‌, হারমাসালা ভিডা, ফুড বক্স-বিডি, ডাইনুডিন, হাউজ অফ ট্রেন্ড-হটস্‌, সিসটার প্রোমেট কিচেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধঅনুমোদনহীন ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি