সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে হবে

বাওয়া এতিমখানায় অনুদান প্রদান অনুষ্ঠানে কামরুন মালেক

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

সাবেক লায়ন্স জেলা গভর্নর ও বাওয়া শিশুসদনের সিনিয়র ভাইস চেয়ারপার্সন কামরুন মালেক বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদেরকে অনেক কিছু করতে হবে না। লায়ন এবং লিওরা যদি যৎসামান্য হাত বাড়াই, তাহলেই সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। অক্টোবর সেবামাস উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতি শিশুসদনের শিশু-কিশোরদের ভরণপোষণে সহযোগিতার অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অনুদান প্রদান অনুষ্ঠানে লায়ন কামরুন মালেক একথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালার পরিচালনায় গতকাল মঙ্গলবার নন্দনকাননস্থ বাওয়া শিশুসদন ও এতিমখানায় এ অনুদান প্রদান করা হয়। লায়ন জেলা কেবিনেট সেক্রেটারি এস এম আশরাফুল আলম আরজু এতে বিশেষ অতিথি এবং জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা মূখ্য আলোচক ছিলেন। বক্তব্য রাখেন রিজিওন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান।
লায়ন কামরুন মালেক আরো বলেন, সুবিধাবঞ্চিতদের মানুষ হিসেবে গড়ে তুলতে এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও হেফজ বিভাগ চালু আছে। এই শিশুদের একবেলা আহার দিতে সামান্যই খরচ হয়। লিওদের তা-ও খরচ করতে হবে না। সেবার নিয়তে শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলেও অনেক অনেক সওয়াবের কাজ হবে, সেবা করা হবে।
‘মানবতায় মানবসেবায়’ এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, নেতৃত্ব, সম্পদ এবং অভিজ্ঞতায় চিটাগং লায়ন্স ক্লাবের তুলনা নেই। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেঙের কার্যক্রম লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে তিনি এ সংক্রান্ত লায়ন্স জেলার পক্ষে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের স্পন্সর জোন চেয়ারপার্সন নিশাত ইমরান বাওয়া এতিমখানা কর্তৃপক্ষকে অনাথ ও অসহায় শিশুদের লালনপালনের গুরুদায়িত্ব সুচারুরূপে পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন সকালে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ফেলোশিপ মিটিং অনুষ্ঠিত হয় এবং লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের নিয়মিত কার্যক্রম ফ্রি ফ্রাইডে মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিক স্ক্রিনিং, এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সেবাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সাধন কুমার ধর, লায়ন এম সোহেল খান, লায়ন রেবেকা নাসরিন, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন শামসুল হক সরকার, লায়ন মহাদেব ঘোষ, লিও শাহরিয়ার কবির, লিও তাসফিয়া আক্তার, লিও আবদুল্লাহ আলী হাসান, লিও রাহুল লালা, শাহাদাত হোসেন সাইফ, লিও সৌরভ, লিও বাঁধন ঘোষ, লিও এনামুল, লিও আহসান, লিও রানা, লিও রিমি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন ক্ষমতায় থেকেও সরকার শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করেনি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু