কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে গত ১৯ আগস্ট সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অনিন্দ্য দেব, ফাহিম আল শাহরিয়ার, ইমরান শুভ, আবু তৈয়ব মিজান, আনিসুর রহমান আলভী, জিসান রাজ দে, আব্দুল আজিজ, অনিক দত্ত, নাইমুল হোসেন সানিফ, আদনান জাদিদ, সৌরভ বিকাশ বড়ুয়া, রাহুল খাস্তগীর, নন্দ কিশোর শুভ, আহাদ মাহমুদ শুভ, রিয়াজুল আলম চৌধুরী, মো. শাহজাহান, রবিন দে, আতিকুর রহমান, দুর্জয় চৌধুরী, দীপক বড়ুয়া, অজয় চৌধুরী, আবদুল্লাহ আল রাফি, মো. শাকিল, প্রীতম দে পিয়াল, দ্বীপ কর্মকার, জোয়ারিয়া মোস্তফা, ইসরাক দোভাষ প্রমুখ প্রেস বিজ্ঞপ্তি।
মেহেদী হাসান রানা, অঞ্জন দাশ, মিনহাজুল আবেদীন মিরাজ, ভাস্কর নন্দী, নবাব আশরাফ, নয়ন শীল, আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাজ্জাদ হোসেন, মোহিত সরকার শীর্ষ, ধ্রুব সরকার তীর্থ, বিজয় বিশ্বাস, প্রত্যয় বিশ্বাস, শান্ত শীল, জামশেদুর রহমান, সজীব মির্জা প্রমুখ।