বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ছোটমনি নিবাস ও দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, নুরুল উলুম নাহিউস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা, জামিয়া সাঈদিয়া আরাবিয়া মাদরাসা, এমদাদিয়া আরাবিয়া মাদরাসা এবং গাজীপুরের ভবানীপুর বালিকা এতিমখানা ও মাদরাসার সর্বমোট এক হাজারেরও অধিক শিশুকে মধ্যাহ্ন ভোজ করালো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে এক দোয়া
মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও সকল শাহাদাৎ বরনকারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এতিমখানা ও মাদরাসাসমূহের শিক্ষক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।