সুবাহকে তালাক দিলেন ইলিয়াস

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

 

মামলামোকাদ্দমার পর অবশেষে ভেঙে গেল সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেলঅভিনেত্রী শাহ হুমায়রা সুবহার সংসার।

চলতি বছরের ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠিয়েছেন ইলিয়াস। বিষয়টি নিশ্চিত করে ইলিয়াস জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে।

২০২১ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা। এক সপ্তাহের মাথায় খবরটি প্রকাশ হতেই বিবাদে জড়িয়ে তারা।

 

সুবাহ অভিযোগ তোলেন, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। এ কারণেই তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। খবর বাংলানিউজের।

এক পর্যায়ে ইলিয়াসের নামে মামলা দায়ের করেন সুবাহ। এরপর ইলিয়াসও পাল্টা মামলা করেন সুবাহর নামে। তবে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। যদিও এ বিষয়ে সুবাহ এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

পূর্ববর্তী নিবন্ধঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’
পরবর্তী নিবন্ধঈদ আনন্দ ভ্রমণে ফয়’স লেক কমপ্ল্লেক্স