সুবর্ণার স্মৃতিতে ফরীদি-কাদের

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। গতকাল শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে আব্দুল কাদেরের মৃত্যুর শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তাফা। নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের। আর মুনা চরিত্র অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। বদির প্রয়াণে বিষণ্ন মুনা স্মৃতিচারণ করে লিখেছেন, ‘১৯৮৬, ফরীদি এবং আমি ভারতে যাচ্ছিলাম। ফ্লাইট ছিল পরের দিন। আমাদের দরজায় কেউ একজন কড়া নাড়লেন, ইনস্ট্যান্ট ক্যামেরা হাতে কাদের ভাই দাঁড়িয়ে। তিনি সেটি আমাদের দিয়ে বললেন, ‘ইন্ডিয়া যাবা, সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা’ এমনই ছিলেন কাদের ভাই। আমাদের তখন কোনো ক্যামেরা ছিল না। সেটা কাদের ভাই কীভাবে জানলেন। সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই এখন পর্যন্ত। এটি আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল কাদেরের শেষ ইচ্ছে
পরবর্তী নিবন্ধ‘রং নাম্বার’ সিনেমার শুটিংয়ের দিনগুলো মনে পড়ছে খুব : রিয়াজ