সুবর্ণার ভালো বগিগুলো যুক্ত হচ্ছে বিজয় ও মেঘনায়

জয়ন্তিকা ও উপবন চলবে নতুন বগিতে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের পুরনো ভালো মানের বগিগুলো। এছাড়া ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে ইন্দোনেশিয়া থেকে আসা নতুন কোচ এবং ঢাকা-টাঙ্গাইল রুটের টাঙ্গাইল কমিউটরে পুরনো ভালো মানের বগিগুলো যুক্ত হতে যাচ্ছে। গতকাল রেল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা যায়, বিজয় ও মেঘনা এক্সপ্রেসে মোট ৩২টি (মেঘনায় ১৮টি, চাঁদপুরে ১৪টি) বগির প্রয়োজন। সুর্বণ এক্সপ্রেসের ভালোমানের ১৮টি বগি রয়েছে। অবশিষ্ট ১৪টি বগি জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস থেকে যুক্ত হবে। কারণ, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে ইন্দোনেশিয়া থেকে আসা নতুন বগিগুলো যুক্ত হচ্ছে। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী এফ.এম. মহিউদ্দিন আজাদীকে জানান, আজকে (গতকাল বুধবার) মেঘনা ও বিজয় এক্সপ্রেস ট্রেনে সুবর্ণ এক্সপ্রেসের বগিগুলো সংযোজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সুবর্ণের বগিগুলো আরেকটু মেরামত করতে হবে। মেরামত শেষে সেগুলো সংযোজন করতে আরও এক মাস সময় লাগবে। তবে ঢাকা-সিলেটগামী জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনে আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন বগি সংযোজন করা হবে। ঢাকা-টাঙ্গাইল রুটে টাঙ্গাইল কমিউটরে পুরনো ভালোমানের বগিযুক্ত করা হবে আগামী ১৮ ডিসেম্বর।
রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, মেঘনা ও বিজয় এক্সপ্রেস প্রতিদিনই যাত্রী সংখ্যায় পরিপূর্ণ থাকে। কিন্তু এই দুটি ট্রেনের বগিগুলোর অবস্থা খুবই শোচনীয়। জরাজীর্ণ বগি দিয়েই গুরুত্বপূর্ণ দুটি রুটে ট্রেন দুটি দীর্ঘদিন ধরে চলাচল করছে।
মেঘনা ও বিজয় এক্সপ্রেসের যাত্রীরা দীর্ঘদিন ধরে বগিগুলো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। মেঘনা এক্সপ্রেসের ভেতরের সিটগুলো ছিঁড়ে গেছে। সুর্বণ, জয়ন্তিকা ও উপবনের বগিগুলো যুক্ত হলে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটা কমে আসবে।

পূর্ববর্তী নিবন্ধএ বি এম ফজলে রশীদ চৌধুরী হীরুর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহঠাৎ হাটহাজারী মাদ্রাসায় মামুনুল হক