সুফিবাদ ইসলাম ধর্মের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে। যার মূল লক্ষ্য অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি, আত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। সুফিবাদ নতুন কোনো সংযোজন নয়, এর শেকড় মূলত ইসলামের প্রথম যুগের আধ্যাত্মিক অন্বেষার মধ্যে নিহিত। গত ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গবেষণা উইং ‘মাইজভাণ্ডারী একাডেম’ আয়োজিত ‘Reclaiming Spiritual Authenticity : Challenging the Simplified Portrayals of Sufism’ শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভিজিটিং পোস্টডক্টোরাল স্কলার এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির রিলিজিয়ন ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. সরোয়ার আলম। প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির হিস্ট্রি এন্ড আর্ট ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. আমিনুর রহমান, ইলিনয় ইউনিভার্সিটির গ্রেজুয়েট টিচিং এসিস্ট্যান্ট সাকলাইন খুরশিদ, টেক্সাস ইউনিভার্সিটির হাসনাত জামিল, হার্ভার্ড ইউনিভার্সিটির টিচিং ফেলো এমডি নাজমুজ জামান সিফাত। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ইউমাস ইউনিভার্সিটির আসোতোষ নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি টিপু চৌধুরী, শিক্ষাবীদ ড. প্রণব বণিক, সাংবাদিক তাপস বড়ুয়া, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোরশেদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন শাখার নেতৃবৃন্দ। আলোচনায় বক্তাগণ বর্তমান সময়ের আলোচিত চরিত্র ‘জেন জি’র মানস গঠনে সুফিবাদ বিশেষ কার্যকর ভুমিকা রাখতে পারে বলে মত ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) সমাজে বিচার সাম্যের অভাবের কথা তুলে ধরে বলেন- রাষ্ট্রীয় আনুকূল্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুল এড়িয়ে গেলেও প্রান্তিক জনগোষ্ঠীর বেলায় তার উল্টোটা হচ্ছে। এই বিচার সাম্য প্রতিষ্ঠায় সুফিবাদের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানের শুরুতে এস জেড এইচ এম ট্রাস্টের মানবিক কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











