সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ‘ব্যক্তি চেতনা ও মানবিক সমাজ বিনির্মাণে সুফিবাদের প্রয়োজনীয়তা প্রচারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাজা ওসমান ফারুকীর সভাপতিত্বে এবং সাংবাদিক এস এম আকাশের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট আবুল কাশেম ইউনুস, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শফিউল আলম, অতিরিক্ত এজিপি সেলিম উদ্দিন, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, সাজ্জাদানশীন শেখ ফায়সাল করিম মাইজভাণ্ডারী, চবি আরবী বিভাগের অধ্যাপক ড. ফরিদুদ্দিন ফারুক, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, এন এম সাইফুল্লাহ, মিনহাজ কাদেরী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মারধরে আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধজিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের শাশুড়ির ইন্তেকাল