ক্ষমতার অপব্যবহার ও জবরদস্তির দায়ে দোষী সাব্যস্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে দেওয়া ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। দক্ষিণ কোরিয়ার প্রথম এ নারী প্রেসিডেন্ট প্রথমে ৩০ বছরের কারাদণ্ড পেলেও গত বছরের জুলাইয়ে আপিলের পর তার সাজা কমিয়ে ২০ বছর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট ওই সাজাই বহাল রাখে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত পার্কের এক হাজার ৮০০ কোটি ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানার রায়ও বহাল রেখেছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট পার্কের দুর্নীতি কেলেঙ্কারিতে বড় দুটি কোম্পানির প্রধানকেও জেলে যেতে হয়েছে। ৬৮ বছর বয়সী পার্ককে প্রথমে ৩০ বছরের কারাদণ্ড এবং দুই হাজার কোটি ওন জরিমানা করলেও উচ্চ আদালত পরে গত বছর তার সাজা ২০ বছরে নামিয়ে আনে; জরিমানাও কমিয়ে করা হয় এক হাজার ৮০০ কোটি ওন (এক কোটি ৭০ লাখ মার্কিন ডলার)। ওই রায়ে পার্ককে দুর্নীতির দায়ে ১৫ বছর এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়েও তা বহাল থাকল। ঘুষ নেওয়া ও জবরদস্তিসহ ১৮টি অভিযোগের ১৬টিতেই পার্ক ২০১৮ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
আদালতের রায়ে বলা হয়, ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিলের সঙ্গে মিলে পার্ক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং, রিটেইল চেইন লোটের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে চোই পরিচালিত ফাউন্ডেশনে মিলিয়ন মিলিয়ন ডলার দিতে চাপ দিয়েছিলেন।