সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা() অনুযাযী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত আদেশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা। খাগড়াছড়ির সন্তান সুপ্রদীপ চাকমা মেঙিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। এর আগে ২০২১ সালে দুই বছরের মেয়াদে নিখিল কুমার চাকমাকে নিয়োগ দেয়া হয়। যার মেয়াদ গত ৭ জুলাই শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি মুরব্বীদের প্রেসক্রিপশন আমাদের প্রয়োজন নেই
পরবর্তী নিবন্ধঅসুস্থ, তাই চিরকুট লিখে আত্মহত্যা