ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া একই ঘটনায় আরো ৪ জন অসুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. শফি (৫২) ও মো. শহিদুল্লাহ (৪২) একই এলাকার ছালে আহম্মদের পুত্র। শফি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করে আসছিলেন এবং শহিদুল্লাহ প্রবাসী। তিনি আগামি রোববার আবারও প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। এছাড়াও অসুস্থ হয়ে পড়া ৪ জন নিহতদের প্রতিবেশি।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহতদের ঘরের সামনে সুপারি প্রক্রিয়াজাত (মজানো) করার একটি ১০–১২ ফিটের গর্ত করে গুদামের মত করা হয়েছে। কাচা সুপারিকে মজানোর জন্য পানি দিয়ে এ গর্তের মধ্যে রাখা হয়। গতকাল নতুন সুপারি আনা হয়েছিল। আগের সুপারি তোলার জন্য সেখানে নামার পর ২ ভাইয়ের মৃত্যু ঘটে। এছাড়াও তাদের উদ্ধার করতে গিয়ে আরো ৪ জন অসুস্থ হয়েছেন। তারা সকলে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ জন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করেছে। এ সময় কয়েকজনের জ্ঞান ছিলো না। একটি গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে, অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।