সুপার ফোর পর্বে শতদল ক্লাব

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে উন্নীত হয়েছে শতদল ক্লাব। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় শতদল ক্লাব ৮১ রানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীণ দলকে পরাজিত করে। এ নিয়ে তারা তিন খেলায় টানা জয় পেয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে সুপার ফোর পর্বে খেলবে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় প্রথমে ব্যাট করে শতদল ৪৯.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। চমৎকার সূচনা করে দলের ওপেনিং জুটি। তারা ৬১ রানে বিচ্ছিন্ন হয়।
ওপেনার ইমরান হোসেন ৪৩ এবং মাসকুর উদ্দিন আসিফ ২৩ রান করেন। এছাড়া ইফতেখার শরীফ ইফতু সর্বোচ্চ ৫৫ রান করেন ৪৫ বল খেলে। ৪টি চার এবং ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে ফজলে রাব্বি ৩৯, মেহেরাজ উদ্দিন নাদিম ২৪,হৃদয় ইসলাম ২০,মাশাদ মেহেদী ১৫,মো. হান্নান ১৪ এবং সাফায়েতউল্লাহ সজল ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। সিটি কর্পোরেশন গ্রীনের নাইম উদ্দিন ৩টি, আনোয়ার হোসেন এবং সালেহিন রিফাত সাদ ২টি করে উইকেট নেন। ফয়জুল্লাহ সুমন ১টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের পক্ষে অর্ধশতক হাঁকানো মনজুরুল হক প্রিন্স ৫৯ এবং আনোয়ার হোসেন অপরাজিত ৫৬ রান সংগ্রহ করলেও দলের পরাজয় রুখতে পারেননি। অন্যদের মধ্যে সালেহিন রিফাত সাদ ২৪ এবং ওয়াসিমুল সাকিব ১১ রান করেন। বাকিরা সুবিধা করতে না পারায় পরাজয় অবধারিত হয়ে যায়।
শতদল ক্লাবের মো. হান্নান ২৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। সাফায়েতউল্লাহ সজল ২টি উইকেট পান। এছাড়া সাকিব হোসেন, আকাশ হোসেন এবং ফজলে রাব্বি ১টি করে উইকেট নেন।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ইয়ং স্টার ব্লুজ ২৪ রানে বাংলাদেশ রেলওয়ে এস এ কে পরাজিত করে। রেলওয়ে টসে জিতে ইয়ং স্টারকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. ফয়সাল সর্বোচ্চ ৬৬ রান করেন ৯৬ বল খেলে। ৬টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া বাদশাহ খালেদ টগর ৫৫, বোরহান উদ্দিন ২৯, মো. ইমতিয়াজ ২৯ এবং মাহিন হোসেন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। বাংলাদেশ রেলওয়ের মোজাহেদুল হক ৩১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মমতাজুল হুদা ২টি,আবদুল্লাহ আল নোমান ও রাহাদুল ইসলাম ১টি করে উইকেট দখল করেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ রেলওয়ে ৪৭.২ ওভার ব্যাট করে ২১৯ রান অল আউট হয়ে যায়। দলের পক্ষে মাহবুবুর রহমান ৪৮ এবং মনিরুল ইসলাম ৪৪ রান করেন। আবদুল্লাহ আল নোমান শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ২৪ বলে ৪৫ রান করেন। ৫টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ঝড়ো ইনিংসে। এছাড়া আবদুল্লাহ ১৫, মোজাহেদুল হক অপরাজিত ২০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। ইয়ং স্টার ব্লুজের দেলওয়ার হোসেন ৫০ রানে ৩টি উইকেট নেন। শহীদুল ইসলাম এবং হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট পান সাদেক হোসেন,বাদশাহ খালেদ এবং মো. ফয়সল। আজ প্রথম বিভাগ ক্রিকেট লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে রিজেন্সী এস সি এবং নিমতলা লায়ন্স ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামের খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কোয়ালিটি স্পোর্টস।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪০.৫৯ কোটি টাকা