সুপার ফোর পর্বে জয় দিয়ে শুরু কেএম স্পোর্টিং ক্লাবের

৩য় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে জয় দিয়ে শুরু করেছে কেএম স্পোর্টিং ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ পর্বের প্রথম খেলায় তারা ২ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। গ্রুপ পর্বে কেএম স্পোর্টিং ক্লাব ৩ খেলায় জিতে ৯ পয়েন্ট লাভ করেছিল। গতকালের জয়ে তাদের মোট পয়েন্ট হয়েছে ১২। অন্যদিকে নোয়াপাড়া লায়ন্স ক্লাব গ্রুপ পর্বে ৩ খেলায় ৬ পয়েন্ট পেয়েছিল।

৪৬ ওভারে নির্ধারিত গতকালের এ খেলায় টসে জয়লাভ করে নোয়াপাড়া লায়ন্স ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৩৯.১ ওভার খেলে তারা ১১১ রানে সব উইকেট হারায়। শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় কেএম স্পোর্টিং ক্লাবের পেসার ওয়াকি উদ্দিন। এরপর হুমায়ুন ১৫, ওবায়দুল রহমান ইশতি ৩৭ এবং সাকিব বিন আলমের ২০ রানে দলটি শতের কোঠা পার করতে সমর্থ হয়। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। অন্যদের মধ্যে আ কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। কেএম স্পোর্টিং ক্লাবের আসিফ হোসেন চৌধুরী ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান ওয়াকি উদ্দিন, মো. আসিফ এবং মো. সুমন।

জবাব দিতে নেমে কেএম স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা শুরুটা ভালো করলেও শেষ দিকে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। আওসাফ হোসেন চৌধুরী ৫৬ বলে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩৭ রান করেন। তিনি যখন আউট হন দলের রান সংখ্যা ৮ উইকেটে ১০৭ রান। পরে দুই সফল বোলার ওয়াকি উদ্দিন এবং আসিফ হোসেন চৌধুরী দলকে জয়ের দ্বারে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ৩১.৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে নেয় কেএম স্পোর্টিং ক্লাব। ওয়াকি ১৫ এবং আসিফ ১ রান করে অপরাজিত থাকেন। এর আগে দুই ওপেনার জাহেদুল ইসলাম রাকিব ২৩ এবং মো. আসিফ ১২ রান করে আউট হন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। নোয়াপাড়া লায়ন্স ক্লাবের পক্ষে ওবায়দুর রহমান ইশতি ১৫ রানে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান কাজী রবি। ১টি করে উইকেট নেন ইমদাদুল ফারহান বাপ্পী,রেজাউল হোসেন শাহীন এবং মো. হাসান। এদিকে ৩য় বিভাগ ক্রিকেট লিগে আগামী ২৯ জুলাই ও তার পরবর্তী তারিখের খেলাসমূহ পবিত্র আশুরা উপলক্ষে স্থগিত করা হয়েছে। খেলা শুরুর তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেয়া হবে। আজকের খেলা : আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম মোহামেডান ব্লুজ (এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধ২০২৪ টি-২০ বিশ্বকাপের মূল পর্বে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান