মহান বিধাতা আদম হাওয়া সৃষ্টির সাথে সাথে তাঁদের দু’জনের মধ্যে ভালোবাসা নামক গুণটিও দিয়ে দিয়েছিলেন। তা না হলে জনমানবহীন এ জগতে তাঁরা উভয়ে কিভাবে থাকতেন? তাই বলতে হয় ভালোবাসা নামক গুণটি আছে বলেই তো মানুষ শত দুঃখ কষ্টে সংসার জীবন পালন করছে। ভালোবাসা ধনী গরীব ধর্ম জাত গৌন, মুখ্য হলো দু’টি মনের মিল। এটিকে প্রাধান্য দিলেই সংসার জীবন সুখের হয়। আসুন অর্থ বিত্ত, ধনী গরীব প্রভেদ ভুলে সুখী সুন্দর জীবন গড়ি।