ভারতের সবচাইতে অভিজ্ঞ ফুটবলার সুনিল ছেত্রি। ভারতের আক্রমণভাগের সেরা এই ফুটবলার অবসর ভেঙ্গে ফেরার খবরে তেমন কোনো অস্বস্তির হাওয়া বইছে না বাংলাদেশ দলে। কোচ হাভিয়ের কাবরেরা বিষয়টা স্বাভাবিক মনে করছেন। তবে এই স্প্যানিশ কোচের বিশ্বাস, ছেত্রি ফেরায় ভারতের বিপক্ষে ম্যাচটি আরও শিহরণ জাগানিয়া ও রোমাঞ্চকর হবে।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে সৌদি আরবে শুক্রবার দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে দল। এতদিনের প্রস্তুতিতে ছেত্রি ছিলেন না কাবরেরার ভাবনায়। গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানায় আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ৯৪টি গোল করা ছেত্রীর অবসর ভেঙে ফেরার খবর। ক্লাব ফুটবলে গোলের ধারাবাহিকতায় আছেন ছেত্রি। ব্যাঙ্গালুরু এফসির হয়ে এ মৌসুমে ১২ গোল করে ইন্ডিয়ান সুপার লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছে ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ছেত্রির এই ফেরা স্বাভাবিক মনে হচ্ছে কাবরেরার। প্রতিপক্ষ দলের এই তারকাকে নিয়ে না ভেবে বাংলাদেশ কোচ বরং নিজেদের কাজগুলো গুছিয়ে নেওয়ার পক্ষে।
বাংলাদেশ কোচ বলেণ ছেত্রি ফেরায় আমাদের জন্য কোনো কিছুই বদলাচ্ছে না। নিজেদের প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছি আমরা। বিশেষ করে আমরা জানি, বিষয়টি আমরা কতটা ভালোভাবে পারফরম করতে পারব তার উপর নির্ভর করছে। দলের সবাই তাকে জানে এবং এটাও জানে, এই মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে সে কতটা ভালো পারফরম করছে। ছেত্রির ফেরা তাদের জন্য প্রত্যাশিত। এটা স্বাভাবিক। এমনটা হতেই পারে ফুটবলে । ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরানোর। আমি মনে করি সে ফেরাতে ম্যাচটা আরও রোমাঞ্চকর হবে এবং ছেলেরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। সৌদি আরবে ক্যাম্প করার ফাঁকে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য আগেই জানিয়েছিলেন কাবরেরা। নিখুঁত প্রস্তুতি নিতে এ মুহূর্তে এই ম্যাচগুলোর দিকেই দৃষ্টি তার। গতবারের মতো এবারও আমরা একই হোটেলে আছি। মানসম্পন্ন হোটেল। ট্রেনিং গ্রাউন্ডও উচুঁ মানের। সর্বাধুনিক সুবিধা আছে। আশা করি, আমরা যে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলার প্রত্যাশা আমাদের সেটা খেলতে পারব। সেটা হলে আমাদের প্রস্তুতিও পরিপূর্ণ হবে।