গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক টিম ৩য় দফায় গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জ- সিলেট- হবিগঞ্জ- মৌলভীবাজার জেলায় বন্যার্ত মানুষের জন্যে নগদ অর্থ সহ ৩০ টনেরও বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে ত্রাণ সামগ্রীসহ মানবিক সেবা টিমকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।
পরে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে মতবিনিময় করেন গাউসিয়া কমিটি নেতৃবৃন্দ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিলেট প্রতিনিধি আলহাজ্ব নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপত্বি মুহাম্মদ তাজকীর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মানবিক সেবা টিম সদস্য আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ।
সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের সহায়তায় সুনামগঞ্জ সদর ছাড়াও তাহিরপুর, বিশ্বম্ভরপুর, শাল্লা, দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনীয়াসহ বিভিন্ন হাওড় এলাকার পানিবন্দী মানুষের দ্বারে দ্বারে সরাসরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়াও সিলেটের সদর, জালালাবাদ ও জাফলং উপজেলা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুনভাবে বন্যায় প্লাবিত জনসাধারণের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এবারের প্রতি প্যাকে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন, ১ কেজি মুড়ি, ২ লিটার মিনারেল ওয়াটার, ২ পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, ৬টি বড় মোমবাতি, প্রয়োজনীয় কাপড় চোপড় ইত্যাদি। ত্রাণ বিতরণে গাউসিয়া কমিটির ৫ শতাধিক স্বেচ্ছাসেবক সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বন্যা উপদ্রুত বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন।
এছাড়াও উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের কুড়িগ্রাম-গাইবান্ধা জেলার বন্যা কবলিত মানুষের কাছে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মানবিক সেবা কর্মসূচির আওতায় চট্টগ্রাম-ঢাকার দুটি টিম ২২টনের অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।