সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০৯ অপরাহ্ণ

সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে চিকিৎসা সংশ্লিষ্ট উর্ধ্বতন এক সূত্র জানিয়েছে। শুক্রবার নর্থ দারফুর রাজ্যের রাজধানী আলফাশির শহরে হামলার জন্য প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করা হচ্ছে, যদিও তারা এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের। সুদানের সার্বভৌম কাউন্সিল বলছে, নামাজ চলাকালে মসজিদে ড্রোন হামলায় ৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। দুই বছরেরও বেশি সময় ধরে সুদানে আরএসএফ ও সামরিক বাহিনীর মধ্যে তুমুল গৃহযুদ্ধ চলছে। সামপ্রতিক মাসগুলোতে আরএসএফ আলফাশিরের নিয়ন্ত্রণ নিতে হামলা জোরদার করেছে। এটিই এখন দারফুরে সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। শহরটিতে থাকা তিন লাখের বেশি বেসামরিক দুই পক্ষের লড়াইয়ে আটকা পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্সফোর্ড, কেমব্রিজের নাম নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে
পরবর্তী নিবন্ধবাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে কথা হচ্ছে : ট্রাম্প