সুদানে দুর্ভিক্ষপীড়িত শিবিরে সিরিজ হামলা, নিহত শতাধিক

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিমের দারফুর অঞ্চলে একাধিক আশ্রয় শিবিরে কয়েকদিনের সিরিজ হামলায় ২০ শিশু ও চিকিৎসকদের একটি দলসহ শতাধিক বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আলফাশের শহর ও কাছাকাছি দুটো শিবিরে হামলার জন্য আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

যদিও সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীটি বলেছে, তাদের বিরুদ্ধে আনা নৃশংসতার সব অভিযোগই বানোয়াট। জমজম ও আবু শুক শিবিরে সাময়িকভাবে আশ্রিত মানুষের সংখ্যা ৭ লাখের বেশি, এদের অধিকাংশকেই মারাত্মক দুর্ভিক্ষজনিত পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে।

আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে চলমান গৃহযুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক আগে আগে শিবিরগুলোতে হামলার খবর এল। সুদানে জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়ক ক্লেমেনতাইন এনকুয়েতাসালামি বলেছেন, শিবিরগুলোতে হামলার খবরে তিনি ভীত ও মারাত্মক শঙ্কিত।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্লু অরিজিনে কেবল নারীরাই মহাকাশে যাচ্ছেন এবার