সুদর্শন নয়, দায়িত্বশীল পুরুষই সুন্দর

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

দেশের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত ইমরোজ তিশা। জীবনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। সমপ্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।
তিশা ফেসবুকে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দায়িত্বশীল স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করে কথাগুলো লিখেন। সেই লেখায় তিশা বলেছেন, একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। কারণ এই মানুষটা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়!
তার কথায়, টাকা আর সৌন্দর্য দিয়ে অনন্তপক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন, মানুষটা আপনাকে বাঁ দিকে রাখে কেন জানেন? পেছনের শোঁ শোঁ করে আসা গাড়িগুলো যেনো এসে আপনাকে আঘাত না করতে পারে। জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, সবাই সুন্দর মানুষ খোঁজে না সব সময়। তিশার মতে, কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায় পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেঁটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে খুব বেশি।

পূর্ববর্তী নিবন্ধযে গ্রাম থেকে বাংলা কুসংস্কারের উৎপত্তি!
পরবর্তী নিবন্ধঈদে দেখা যাবে ‘ছিটমহল’