সুচরিত চৌধুরী স্মরণসন্ধ্যা আজ

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কথাসাহিতিক ও সংগীতজ্ঞ সুচরিত চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে নাট্যমঞ্চ আয়োজন করেছে সুচরিত চৌধুরী স্মরণসন্ধ্যা।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে আলোচনা। নাট্যজন সনজীব বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখবেন কবি সাংবাদিক আবুল মোমেন ও অধ্যক্ষ রীতা দত্ত। দ্বিতীয় পর্বে থাকবে সুচরিত চৌধুরীর কবিতা পাঠ, নাটকের পাঠ অভিনয় ও বাঁশির সুর। অনুষ্ঠান সঞ্চালনা করবেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান।
প্রসঙ্গত, ১৯২৯ সালের ২১ জানুয়ারি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আশুতোষ চৌধুরী ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথি সংগ্রাহক। সুচরিত চৌধুরী প্রায় তিন হাজার গান রচনা করেছেন। সংগীত সাধনার পাশাপাশি লেখালেখি করেছেন এবং সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘সীমান্ত’।
তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে আছে আকাশে অনেক ঘুড়ি, নদী নির্জন নীল, একদিন একরাত, কিংবদন্তীর গল্প : চট্টগ্রাম প্রভৃতি।

পূর্ববর্তী নিবন্ধপাইকারিতে চড়া ভোজ্যতেলের বাজার
পরবর্তী নিবন্ধআইনজীবী সমিতির সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সভা