রৌদ্রে শুকায় ডালের বড়ি
মরিচ, সীমের দানা
গ্রামে আমার মামার বাড়ি
কৃষক আমার নানা।
অল্প জমি বর্গা নিয়ে
আউশ আমন চাষী
তাতেই চলে মামা বাড়ির
খাবার বারোমাসই।
বড় মামার গরুর খামার
দুধ দই বিক্রির টাকায়
মাঝে মাঝে পুঁজি খাটান
ভ্যান ও রিঙার চাকায়।
হাঁস, মুরগী ও কবুতরের
বাচ্চা পালেন নানী
এসব তাদের পুষ্টি যোগায়
নেই যে টানাটানি।
ছোট মামীর সবজি বাগান
তরতাজা সব শাকে
মামা বাড়ির মানুষগুলো
পুষ্টিতে বেশ থাকে।
খালা মনি স্কুলে যায়
বৃত্তি নিয়েই পড়ে
বলতে পারি সুখের বাড়ি
সুখ লেগে থাক ঘরে।