সুখের খোঁজ দিতে আসছে ‘এপার ওপার’

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে নতুন কনটেন্ট ‘এপার ওপার’। এক গুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে এটি নির্মাণ করেছেন নির্মাতা মাইদুল রাকিব। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই কনটেন্টটির টিজার ফেসবুকে প্রকাশ করে বিঞ্জ লিখেছে, জীবন কোথায় সুখের? কে জানে? সেই উত্তর নিয়ে আসছে ‘এপার ওপার’। খবর বিডিনিউজের। মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে কনটেন্টটির গল্প ও পরিচালনা করেছেন রাকিব। গল্প নিয়ে রাকিব গ্লিটজকে বলেন, একটা প্রবাদ বাক্য আছে না ‘নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’। গল্পটা অনেকটা এরকম। দুইটা পরিবারের গল্প, বন্ধুত্বের গল্প। একটা পরিবার মধ্যবিত্ত, আরেকটি পরিবার বিত্তশালী। দুটি পরিবারই মনে করেন তাদের থেকে তারা বেশি সুখী। ‘এপার ওপার’ এ অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, সাবেরী আলম, ইরফান সাজ্জাদ, সারিকা সাবাসহ আরও অনেকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে কনটেন্টটি। পরিচালক রাকিব বলেছেন বিঞ্জের সঙ্গে এটা তার দ্বিতীয় কাজ। তিনি বলেন, এখানে খুব সুন্দর একটা গল্প দেখতে পারবে দর্শক। মধ্যবিত্ত পরিবারের আনন্দ, বন্ডিং, ক্রাইসিস দেখা যাবে। আবার বিত্তশালীদেরও অনেক কিছু নিয়ে আফসোস থাকে। সবার জীবনেই সুখ দুঃখের গল্প রয়েছে। এই সুখের ঠিকানা খোঁজার গল্পই এপার ওপার।

পূর্ববর্তী নিবন্ধএবার শাকিবকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৫১ কোটি টাকা