সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ দেশ গঠনে হাতে হাত ধরে এগিয়ে যাই

বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের গণসংযোগে মোহাম্মদ উল্লাহ

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চকবাজার থানার বাগমনিরাম ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন করা হয়েছে। গত শনিবার কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়। নগরীর কাজির দেউড়ি থেকে ব্যাটারি গলি বাজার পর্যন্ত এই গণসংযোগ পালন করা হয়। গণসংযোগকালে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। উপস্থিত ছিলেন চকবাজার থানার সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী। প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের নাজাতের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। সকলকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কাজ করতে হবে। সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে হাতে হাত ধরে এগিয়ে যাই। উপস্থিত ছিলেন আকতার হোসেন, সাইফুল হক মুজিব, আমজাদ হোসেন, নওশাদ জামান, মো. ইয়াছিন, তাওসিফ সুলতান রাফি, জহির উদ্দিন মো. বাবর, মাওলানা নোমান, মাওলানা খালেদ হোসাইন, হাফেজ হামেদ হাসান, শিহাব, জানে আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ করার দাবি ব্যবসায়ীদের
পরবর্তী নিবন্ধইয়াবা উদ্ধার মামলায় কাভার্ডভ্যান মালিকের যাবজ্জীবন