সুখ যেন সোনার হরিণ কামরুন ঋজু | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪৪ পূর্বাহ্ণ দীর্ঘ জীবন পরিক্রমায় শুধু দুঃখের সাথেই পরিচয়, সুখ যেন সোনার হরিণ, বুঝেছি তা‘ সবার তরে নয়। তবু কেন সুখের আশায় – এই অভিনব বেঁচে থাকা, হৃদয়–ক্যানভাসে কেন অবিরত– রঙিন স্বপ্ন আঁকা!