সুখ দুঃখ পাশাপাশি
মানুষের সাথে থাকে
সুখের দিন শেষ হলে পরে
দুঃখের দিন আসে।
দুঃখের দিন আসলে পরে
মন করো না খারাপ
বুকে সাহস আর মনোবল নিয়ে
করে যাও কাজ।
সুখ দুঃখ সমান্তরাল
মানুষের জীবনে আছে
আগে কিংবা পরে সবার সুখ দুঃখ থাকে।
দুঃখের দিনে যারা তোমার
সহায় ছিল
সুখের দিন আসলে পরে
ভুলো না তাদের যেন।
সুখের দিনে আনন্দে থেকো না মেতে
মাঝে মাঝে দুঃখের কথা স্মরণ করো কাজে।
তবেই তুমি বুঝবে রে ভাই
সুখ দুঃখের তফাৎ
মনে তখন থাকবে না
আর আত্ম অহংকার।