সুকুমার বড়ুয়া

জাহেদুল ইসলাম বাঁধন | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

জাদু হাতে মজা মজা

লিখে ছড়া যেই,

সেই সুকুমার বড়ুয়া

আজ আর নেই।

কেউ বলে রাজা আর

সম্রাট ছড়াকার,

কেউ বলে ছড়া দেশ

নিজ হাতে গড়া তাঁর।

সংসারে অনটন

পড়াশোনা হয়নি,

তবু তাঁর ছড়া লেখা

কভু থেমে রয়নি।

সুকুমার সুকুমার

লিখবে না ছড়া আর।

চলে গেছে হায় হায়

আর তিনি বেঁচে নাই।

পূর্ববর্তী নিবন্ধনামজাদা ছড়ুয়া
পরবর্তী নিবন্ধএই সুকুমার