সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের যাত্রা শুরু

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত’ প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ২৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সাংস্কৃতিক সংগঠন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক থাকবেন সংগীত পরিচালক সুব্রত দাশ অনুজ। প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।

অতিথি থাকবেন পাপিয়া আহমেদ (সংগীত প্রযোজক, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম) ও অধ্যাপক পঙ্কজ দেব অপু (গীতিকবি ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব)। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বাচিক আবৃত্তিশিল্পী প্রবীর পাল।

পূর্ববর্তী নিবন্ধকন্ডিশন বুঝে আগ্রাসী ক্রিকেট খেলবে পাকিস্তান
পরবর্তী নিবন্ধকবিতায় মনের কথা প্রকাশ ফারিণের