সুইডেনের একটি মাধ্যমিক স্কুলে হামলায় দুই নারী শিক্ষক নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলা চালানোর সন্দেহে স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে, কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, হামলায় আহত মালমো ল্যাটিন স্কুলের দুই শিক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, সতর্ক সংকেত বাজানোর দশ মিনিট পর সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া শিক্ষার্থীর কোনও অপরাধের তথ্য বা সন্দেহজনক আচরণের রেকর্ড নেই, তবে তদন্ত চলছে এবং তাকেসহ স্কুলের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি তা এখনও জানা যায়নি। দুই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে উল্লেখযোগ্য কোনও কিছু থাকারও প্রমাণ পাওয়া যায়নি। মালমো শহরের পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, সন্দেহভাজন ওই শিক্ষার্থীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ অপর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে এবং কোনও ফুটেজ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখছে।