সুইডিশ পলিটেকনিকে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সারা দেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত ‘সুইডিশ’ হিসেবে পরিচিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার রাত ও মঙ্গলবার সকালে সুইডিশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে কাপ্তাই নতুনবাজার এলাকায় গিয়ে বিক্ষোভ করে। এসময় দুপুর ২টার দিকে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

সুইডিশের আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দুপুরে সড়ক অবরোধ করে সুইডিশের শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাসে ফিরে আসে। পরে ২টার দিকে তারা খবর পান সুইডিশের শিক্ষার্থীরা যারা কাপ্তাই নতুন বাজারে অবস্থান করছিল তাদের ওপর স্থানীয় ছাত্রলীগ হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের ১০১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুয়েকজন রক্তাক্ত হয়েছেন।

এদিকে, সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটি মেডিকেল কলেজের মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ভেতর মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। একই সময় মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগত ছাত্রলীগযুবলীগ নেতাকর্মীদের নিয়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে করে দুইপক্ষের মুখোমুখি অবস্থানের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এসময় আন্দোলকারীরা প্রধান ফটকের বাইরে আসতে চাইলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। বাধার মুখে কলেজের ভেতরেই মানববন্ধন করে শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থানে উত্তেজনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনায় এক শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, রাঙামাটি মেডিকেল কলেজ ও সুইডিশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানায়। তবে সুইডিশের শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থীদের রেলপথ ও মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধকোটা আন্দোলন আজ গায়েবানা জানাজা, কফিন মিছিল