সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

বিএনপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। গতকাল দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। খবর বাংলানিউজের।

মধ্যাহ্নভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং তাবিথ আউয়াল অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা
পরবর্তী নিবন্ধদুর্গাপূজার ছুটির মধ্যেই সিদ্ধান্ত নিন, সরকারকে ফখরুল