সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়িতে গ্রাম পুলিশ আহত

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশী গ্রাম পুলিশের এক সদস্য আহত হয়েছে। আহতের নাম মোহাম্মদ নবী হোসেন (৪৮)। গতকাল শনিবার বিকালে সীমান্তের নিকোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্ক্ষলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নিকোছড়ি সীমান্তের ৪২নং সীমান্ত পিলার এলাকায় হরিণ ধরতে শূন্য রেখায় কাঁটাতারের কাছে চলে যায় বাংলাদেশী গ্রাম পুলিশের সদস্য। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আহত হয় মোহাম্মদ নবী হোসেন (৪৮)

খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সে নাইক্ষ্যংছড়ি আনসার ভিডিপির সদস্য। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের হামিদাপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দার মৃত শফিকুর রহমানের পু্‌ত্র। স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ বলেন, আনসার ভিডিপির সদস্য মাইন বিস্ফোরণে আহত হবার খবর পেয়েছেন। বিস্ফারণে বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়েছে। আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনেরা কক্সবাজার নিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলদেশীর আহত হয়েছে। তিনি একজন গ্রাম পুলিশের সদস্য বলে শুনেছি। হরিণ ধরতে সীমান্ত এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজার ও পাহাড়তলী বাজারে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধফকিরহাটে ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু