বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, বাইশফাঁড়ি, চাকঢালা, আষাঢ়তলী, দৌছড়ি, জারুলিয়াছড়িসহ আশপাশের নিরাপত্তা চৌকিগুলোতে বাড়তি সতর্কাবস্থা নেয়া হয়েছে। এছাড়া থানচি, রুমা ও আলীকদমেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বিজিবি জানায়, মিয়ানমারের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারাও যাতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত অঞ্চলের সবগুলো নিরাপত্তা চৌকিতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে আগের চেয়ে দ্বিগুণ।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আলম জানান, মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘটনায় শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বাংলাদেশে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান বিজিবি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তা (টুআইসি) মেজর এখলাস জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মিয়ানমারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।