সীমান্ত খোলার প্রস্তুতি অস্ট্রেলিয়ার

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাস টিকার দুটি ডোজ সম্পন্ন করা বাসিন্দাদের ওপর থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের স্বাগত জানানোরও প্রস্তুতি নিচ্ছে দেশটির কোনো কোনো রাজ্য। ১ নভেম্বর থেকে দেশটির টিকা নেওয়া সম্পন্ন করা নাগরিকরা দেশের বাইরে যেতে পারবেন বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির সরকার। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বৃহত্তম দুটি শহর সিডনি ও মেলবোর্ন, কোয়ারেন্টিন ছাড়াই বিদেশি ভ্রমণকারীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু টিকাবিহীন ভ্রমণকারীরা সেখানে গিয়ে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে সম্মত হলেই কেবল প্রবেশের অনুমতি পাবেন। তবে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ভ্রমণ বিষয়ে ব্যবস্থাগুলো একরকম নয়। দেশটির বিভিন্ন রাজ্য ও অঞ্চলে টিকা দেওয়ার হারে পার্থক্য আছে আর তাদের স্বাস্থ্য নীতিও আলাদা। চলতি টিকা দেওয়ার হার অনুযায়ী অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকার সীমান্ত ভিন্ন ভিন্ন তারিখে খুলবে। অস্ট্রেলিয়ার প্রায় দুই কোটি ৬০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি যে দুই রাজ্যে বাস করে সেই নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ১ নভেম্বর থেকে টিকার ডোজ সম্পন্ন করা সব আন্তর্জাতিক ভ্রমণকারীকে কোয়ারেন্টিন ছাড়াই সেখানে স্বাগত জানাবে। তবে এক্ষেত্রে নাগরিক ও স্থায়ী বাসিন্দারা প্রথম সুযোগ পাবেন। টিকার ডোজ সম্পন্ন করা সব নাগরিক ও স্থায়ী বাসিন্দারা এদিন থেকে ভ্রমণ অব্যাহতি চাওয়া ছাড়াই বিদেশ যেতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ
পরবর্তী নিবন্ধচায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র