বোয়ালখালীতে সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়ে দুটি বন্য হাতি। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার ভবনের পার্শ্ববর্তী রাস্তায় দুটি বন্য হাতি দেখতে পান বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সরকারি কোয়ার্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় হাতি দুটি। এরপর মীরপাড়ার দিকে তাদের চলে যেতে দেখা গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেন।
উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্য হাতি দুটো পাহাড়ের দিকে চলে যেতে দেখা গেছে। পৌরসভার স্থানীয় বাসিন্দারা বলেন, বন উজাড় করে দেয়ার ফলে বন্য হাতিরা আজ লোকালয়ে। আমরা তাদের জায়গা দখল করছি। তারাও আমাদের জায়গায় চলে আসছে। বন রক্ষা করতে পারলে আর তাদের স্থায়ী ঠিকানা পেলে তারা লোকালয়ে আসার কথা নয়। আমরা তাদের স্থান ধ্বংস করছি বলে তারা আমাদের জায়গায় আসতে বাধ্য হচ্ছে। আজ ক্ষতি হয়নি কাল যে ক্ষতি হবে না তার কোন নিশ্চয়তা নেই। সুতরাং আমাদের নিরাপত্তা পেতে চাইলে তাদের আবাসস্থল ঠিক রাখা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। এতে মানুষের কোন ক্ষতি হয়নি। তবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লোকালয়ে বন্য হাতি দেখলে জনসাধারণ প্রশাসনকে অবহিত করার কথাও বলেন তিনি।